বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভায় কর্মী সভায় আনোয়ার হোসেনকে সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী করার ঘোষনা করেছে দলের নেতাকর্মীরা। নাসিক ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া বুকস্ গার্ডেনে অনুষ্ঠিত সভায় এ ঘোষনা দেয়া হয়। ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজি আব্দুল মোতাল্লিব এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি মতিন মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, তথ্য ও গবেষনা সম্পাদক সালাউদ্দিন, কার্যকরী সদস্য রমজান, জেলা যুবলীগের পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন কাজি, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ, যুগ্ন আহ্বায়ক নাসিম মাহমুদ তপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মঞ্জুরুল আহসান রাসেল, তোলারাম কলেজ ছাত্রলীগ শাখার সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর ছাত্রলীগ নেতা-সুমিত, জিতু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের নেতা- আনারুল, নাইম, রাশেদুল, মুন্না, সনেট, ইমতিয়াজ, মামুন, তৌহিদ, ২নং ওয়ার্ড যুবলীগ নেতা মনির, রাসেল, বিশিষ্ট সমাজ সেবক রহিম মেম্বারসহ ২নং ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী ও সহ¯্রাধীক এলাকাবাসী। সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেনকে নাসিক মেয়র পদে আ’লীগের প্রার্থী হিসেবে বিজয়ী করার ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর মতামত নিয়ে এ ঘোষণা দেন।
বক্তারা আরো বলেন, ২১ জুলাই মহানগর কমিটির বর্ধিত সভায় আসন্ন নাসিক সিটি করপোরেশন নির্বাচনে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে মেয়র প্রার্থী হিসেবে মনোনিত করেছেন শামীম ওসমান। বর্তমান মেয়র আইভি বিএনপি-জামায়াতের সাথে গোপন বৈঠক করে, তাদের সাথে হাত মিলিয়ে মেয়র হয়েছেন। এরপর থেকে বিএনপি- জামায়াতের সকল কর্মকান্ডকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। এ সুযোগে তার নারায়ণগঞ্জে জঙ্গিবাদ-সন্ত্রাসের ঘাটি গড়ার প্রচেষ্টা চালাচ্ছে। আইভির এই ডিজিটাল মোস্তাকের ঘড়যন্ত্রকে রুখে দাড়িয়েছে আপামর জনসাধারন। নারায়ণগঞ্জে যে পরিমান উন্নয়নের কথা ছিল সেই পরিমান উন্নয়ণ হয়নি। বিশেষ করে সিদ্ধিরগঞ্জে উন্নয়নের ছোয়া লেগেছে নাম মাত্র। তিনি নিজেও করেন না শামীম ওসমানকে করতে দেন না। তাই আপনারা শামীম ভাইয়ের হাতকে শক্তিশালী করে সিদ্ধিরগঞ্জের উন্নয়ন করতে আনোয়ার ভাইকে নির্বাচিত করার আহ্বান জানান বক্তারা।
এছাড়ও বক্তারা আরো বলেন, সিদ্ধিরগঞ্জ হচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ক্যান্টনম্যান্ট, ভোট ব্যাংক, মুক্তিযোদ্ধাদের ঘাটি। এই সিদ্ধিরগঞ্জে কোন জঙ্গিবাদ, সন্ত্রাসীদের আস্তানা হতে দেয়া যাবে না। এখানে সকলকে সজাগ থাকতে হবে। যাতে কোন জঙ্গিবাদের উত্থান এখানে না হয়ে। সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সভা থেকেই জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখে দাড়াবে। বিএনপি জামায়াতের মদদে এই জঙ্গীবাদ সন্ত্রাসের সৃষ্টি হয়েছে। গুলশান-শোলাকিয়ায় হামলা হয়েছে। এরুপ কোন ঘটনা নারায়ণগঞ্জে ঘটতে দেয়া যাবেনা। নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমানের আহ্বানে আজ আমরা প্রতিটা ওয়ার্ডে পাড়ায় মহল্লায় জঙ্গীবাদ-সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করছি।