বিজয় বার্তা ২৪ ডট কম
ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত হয় একই পরিবারের পাঁচ যাত্রী। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা। এ ঘটনার পর থেকে নিহতদের বাড়িতে ভীড় জমাচ্ছে এলাকাবাসী ও স্বজনরা। তাদের মাঝে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার ব্যবসায়ী মামুন চৌধুরী লিটন (৫০), তাঁর স্ত্রী ফাহমিদা সারমীন মুন (৫০), শহরের ভূইয়াপাড়া এলাকার সাঈদ ভূঁইয়ার স্ত্রী আতিকা রহমান ভূঁইয়া তোফা (৩৬), একই এলাকার হাসিব জহিরের স্ত্রী সাজিয়া সাজু (৪৫)। তারা দুজনই মামুন চৌধুরীর দুই শ্যালকের স্ত্রী ও (মামুনের স্ত্রীর বড় বোন) বন্দর থানার দড়ি সোনাকান্দা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী উম্মে মাহমুদা রিংকু (৩০)।
এর আগে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা সদরের গেরদা ইউনিয়নের গেরদা কাফুরা রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি বড় হায়েস মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং আহত দুজনকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে আরো দুজনের মৃত্যু হয়। স্থানীয় অভিযোগ করেছেন, দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিং এ কোন গেটম্যান নেই। রেলক্রসিং না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
হাসপাতালে চিকিৎসাধীন তাসরি নামের এক তরুণী জানান, পাত্রী দেখতে ফরিদপুরের চন্দ্রপাড়ায় যাচ্ছিলাম। পথে দুর্ঘটনার শিকার হতে হয়। মাইক্রোবাস চালকসহ আটজন ছিলাম গাড়িতে। এখন কার কী অবস্থা জানি না।
তাসরি ছাড়াও অরিন ও চালক নাজমুল হাসান ও জিন্না (৫২) নামে স্থানীয় একজন দোকানদার আহত হন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস উদ্ধারের চেষ্টা চলছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাকি বিল্লাহ বলেন, পাঁচজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে এটা কোতোয়ালী থানার আওতায় থাকায় তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন।
ফরিদপুরের জেলা প্রশাসক(ডিসি) কামরুল হাসান মোল্যা বলেন, ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান।
এর আগে বেলা ১১টার দিকে রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী মধুমতি এক্সপ্রেসের ধাক্কায় একটি মাইক্রোবাস পাশের খাদে পাড়ে যায়। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়।