বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের সাবদী এলাকায় বৃম্মপুত্র নদীর পশ্চিম তীর দখলের মহোৎসবে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশাল মনির হোসেন ওরফে মটু মনির গং। সরকারি সম্পত্তির উপর পাকা স্থাপনা নির্মাণের কোন বৈধতা না থাকলেও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধাণের শেল্টারে বীরদর্পে দ্বিতল ভবন নির্মাণ করছে দুর্ধর্ষ ওই চক্রটি। সম্প্রতি কলাগাছিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী অবৈধ স্থাপনা নির্মাণে আপত্তি জানানোর পরও মটু মনির বন্দর থানার কতিপয় অসাধু পুলিশ সদস্যকে ম্যানেজ করে পুরোদমে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় একটি সূত্রের দাবি দুবাই ফেরত মটু মনির নির্মাণাধীন দ্বিতল ভবনে বিদেশী মদ ও মাদক বিক্রির লক্ষ্যে একটি স্পট গড়েড় তোলার অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি গোটা বন্দর জুড়ে তোলপাড় সৃষ্টি হলেও রহস্যজনক কারণে উপজেলা প্রশাসনের কর্তাব্যাক্তিদের কোন কার্যকরি হস্তক্ষেপ পরিলক্ষিত হচ্ছেনা। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে জনৈক মুক্তিযোদ্ধা জানান,ব্রম্মপুত্র নদীর তীর আগামী ৫ বছরে মধ্যে বেদখল হয়ে পড়বে।