বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিম্ন আদালতে বেকসুর খালাস দেয়ার পর উচ্চ আদালতে সাত বছরের কারাদন্ড ও একই সঙ্গে ২০ কোটি টাকা জরিমানার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব নারায়ণগঞ্জ নগর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্দ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুরে শহরের নবাব সলিমুল্লাহ রোড এলাকায় নগর বিএনপির এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, মানুষের গণতন্ত্র মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে বলেই বর্তমান অবৈধ সরকার ও আধিপত্যবাদীদের টার্গেটে পরিণত হয়েছে জিয়া পরিবার। জিয়া পরিবারকে নিঃশেষ করে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হরনের মাধ্যমে বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিনত করার নীল নকশা বাস্তবায়ন করতে চায় তারা। কিন্তু এদেশের স্বাধীনতাকামী জনগণ জিয়া পরিবারকে নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াবে। অবৈধ সরকার যতই ষড়যন্ত্র করুক মানুষের হৃদয় থেকে তারেক রহমানকে সরাতে পারবে না। দেশ ও জিয়া পরিবারকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে একদিন তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, সহ-সভাপতি আবুল হোসেন, যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসা, ছাত্রদল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, মৎসজীবী দলের ঢাকা দক্ষিনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, ১৩ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মানিক সরদার, কৃষক দল নেতা আব্দুর রাজ্জাক, মোঃ মনির হোসেন, মোঃ নুরুজ্জামান, আব্দুল হালিম, আব্দুল মান্নান, আব্দুর রব প্রমুখ।