বিজয় বার্তা ২৪ ডট কম
আজ শনিবার ২৩শে জুলাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজানো বিচারের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে ডিআইটিস্থ জেলা বিএনপি কার্যালয়ে গেলে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে।এসময় নেতাকর্মীরা প্রতিরোধ করলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে।পুলিশের হামলায় মহানগর যুবদলের ৫ জন নেতাকর্মী আহত হয় ও পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। দুপুর ১২.৩০ মিনিটে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে মিছিল শুরু করে নগরীর সিরাজদৌল্লাহ রোড,শহীদ সোরোয়ার্দ্দী সড়ক ও বিবি রোড প্রদক্ষিন করে দলীয় কাযালয়ে সমবেত হওয়ার সময় মিছিলটি পুলিশী হামলার শিকার হয়।পুলিশী হামলায় যুবদল নেতা জীবন প্রধান,শামছুর হক,আফতাফউদ্দিন,মিঠু ও মুসা মিয়া আহত হন।
নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে মিছিল শুরুর আগে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল মোবাইল ফোনে সমবেত নেতাকর্মীদেও উদ্দেশে বলেন তারেক রহমানকে ভয় পায় আওয়ামী লীগ।তাই তাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই মিথ্যা মামলায় সাজানো রায় দিয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,তারেক রহমানের নামে দেয়া রায় বিচারের নামে প্রহসন। দেশবাসী এ প্রহসন মানে না।তিনি আরো বলেন জংগীবাদ ধীরে ধীরে অভিশাপে পরিনত হয়েছে।তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে সাড়া দিয়ে জাতীয় সংলাপের আয়োজনের জন্য সরকারের প্রতি আহবান জানান।
বিক্ষোভ মিছিলে আরো নেতৃত্ব দেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা,সরকার আলম, আনোয়ার হোসেন আনু,রানা মুজিব,মোয়াজ্জেম হোসেন মন্ট্রি,আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান। বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, মহানগর যুবদল নেতা রিটন দে, ইছালউদ্দিন ইশা,আঃরহমান,আল-আমিন খান,,লিমন সরকার,মন্জু মিয়া,আকতার অপু,আল-মামুন,জানে আলম দুলাল,মিঠু আহম্মেদ,মুসা মিয়া,ইমন,মুহিন আহম্মেদ রিপন,রাসেল মনির,সামছুল হক,কবির হোসেন,ওসমান গনি,জামাল হোসেন,বন্দর থানা যুবদলের আকতার হোসেন,ফারুক মিয়া,হুমায়ুন,জয়ন্ত ফেরদৌস,সিদ্দিরগন্জ্ঞ যুবদলের ইকবাল হোসেন,দুলাল হোসেন,হাফেজ রহিম,ফয়সাল,আক্তার হোসেন,আসলাম হোসেন প্রমুখ।