বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কেতাবনগরে অবস্থিত বন্ধ মাষ্টার টেক্সটাইল গার্মেন্টস অবিলম্বে চালু ও শ্রমিকের বকেয়া আইনানুগ যাবতীয় পাওনাদি প্রদানের দাবিতে শ্রমিকরা আজ মঙ্গলবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও শহরে মিছিল করে বিকেএমইএ কার্যালয়ে যায় এবং বিকেএমইএ-র সভাপতি বরাবর স্মারকলিপি পেশ করে।
কারখানার শ্রমিক জোসনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খান, কারখানার শ্রমিক সোহেল, সুজন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, মালিক কর্তৃপক্ষ গত ২৮ নভেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২৮(ক) অনুযায়ী কারখানাটি আকস্মিক বন্ধ ঘোষণা করে। কিন্তু প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের আইনগত ন্যায্য অধিকার প্রদানে গড়িমসি করছে। সংকট নিরসনের জন্য গত ১ ডিসেম্বর কারখানার শ্রমিকরা মালিক ও শ্রম সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো বরাবর অভিযোগ প্রদান করেন। তারপরেও শ্রমিকের আইনানুগ প্রাপ্য পাওনা পরিশোধে মালিক তালবাহানা করছে। সরকারি দপ্তরগুলোও সংকট নিরসনে এগিয়ে আসেনি। শ্রমিকরা বর্তমানে চাকুরিহারা হয়ে অনিশ্চিত পরিস্থিতিতে আছে। আইনানুগ পাওনাদি না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। বাড়ীঅলা কারখানা বন্ধ জানতে পেরে বাড়ি ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে ও বাকির দোকানদার টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছে। নেতৃবৃন্দ দ্রুত শ্রমিকদের আইনানুগ প্রাপ্য পাওনাদি পরিশোধ করার জন্য শ্রম সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ও বিকেএমইএ-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানান।