বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে এক রাতে চার দোকানে দুর্ধষ ডাকাতি হয়েছে। ডাকাত দল চার দোকানে রক্ষিত নগদ দশ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয়। শানিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার পৌরবাজারে এই ডাকাতি সংগঠিত হয়। ডাকাতির করার আগে সংঘবদ্ধ ডাকাতদল বাজারের পাহারাদার দু’জনের হাত-পা ও মুখ বেধে ফেলে। এ ঘটনায় গোটা বাজার এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও ভ‚ক্তভোগী বাজারের ব্যবসায়ীরা জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় দিকে একটি ট্রাক পাহারাদারদের সামনে এসে থামে। কিছু বুঝে উঠার আগেই ১৫/১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ট্রাকে থেকে দ্রæত নেমেই পাহারাদার মামুন মোল্লা ও বিল্লাল হোসেনকে তাদের চাঁদর দিয়েই হাত-পা ও মুখ বেধে ফেলে। পরে একে একে তালা কেটে বাজারে অবস্থিত লিটন ট্রেডার্স নামে মুদি দোকানের ড্রয়ার ভেঙ্গে ৩ লাখ টাকা, শাজাহান স্টোরের ড্রয়ার ভেঙ্গে ২ লাখ টাকা, আল আমিনের মেসার্স পোল্ট্রি ফিডের ড্রয়ার ভেঙে ৫ লক্ষ টাকা এবং মাহমুদুল হাসানের রাজধানীর টেইলার্স এন্ড ফেব্রিক্স এর ড্রয়ার ভেঙ্গে ৫০ হাজার টাকা লুটে নেয়।
লিটন ট্রেডার্স এর সত্ত¡াধিকারি লিটন মিয়া জানান, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় দোকানে বাজারের সব ব্যবসায়ীরা নগদ টাকা দোকানের সিন্দুক কিংবা ড্রয়ারে রেখে যায়। বাজারে পাহাদার ও থানা পুলিশ স্টেশনটি বাজারের একেবারেই সাথে থাকায় বাড়ি থেকে দোকানেই টাকা রাখা নিরাপদ মনে করেই কোন ব্যবসায়ী দোকান থেকে নগদ টাকা বাড়িতে নেননি। তিনিসহ ভূক্তভোগি দোকানদাররা পুলিশের টহল তেমন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, “ডাকাতির খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তাদের দ্রæত আটক করে আইনের আওতায় আনা হবে।”