বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। নিহতের নাম মোসা. আঞ্জুমান বেগম (৫৮)।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মহাসড়কের কাচঁপুর নয়াবাড়ি বিসিক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আঞ্জুমান বেগম মাদারীপুর জেলার কালকিনী উপজেলার বাঘইরা এলাকার আব্দুস সালাম মিয়ার স্ত্রী।
নিহতের ভাই মোহাম্মদ আলী জানান, আঞ্জুমান বেগম
ঢাকার রায়েরবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। শুক্রবার সোনারগাঁয়ে কাচঁপুরে একটি কাজের সন্ধানে বাসা থেকে বের হন।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, কাঁচপুরের নয়াবাড়ি বিসিক এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় আঞ্জুমান বেগম নামে এক নারী নিহত হয়েছে। তিনি একটি কাজে সন্ধানে কাঁচপুরে আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।