বিজয় বার্তা ২৪ ডট কম
গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলা চালিয়ে তাবলীগ জামাতের মুসল্লিদের আহত এবং নিহতের ঘটনায় খুনিদের বিচার এবং সাদ পন্থিদের বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে মাদানীনগর মাদ্রাসার ছাত্র সমাজ ও তৌহিদী জনতা। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় মাদানীনগর মাদ্রাসা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা প্রদক্ষিণ শেষে মাদানীনগর মাদ্রাসায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের পূর্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, মাদানী নগর মাদ্রাসার শিক্ষক মাওঃ মাহবুবুর রহমান, সিনিয়র মুহাদ্দিস মাওঃ মুফতি মহিউদ্দিন, সাবেক সচিব শাহাদাত হোসেন, ইঞ্জি. আবদুল আলীম, মাদানী নগর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাসুম, সহ-সভাপতি মাওঃ রাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীমসহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও এলাকার তৌহিদী জনতাসহ কয়েক শত ছাত্র ও এলাকাবাসী অংশগ্রহণ করে এ বিক্ষোভ মিছিলে।
সভায় বক্তারা জানায়, টঙ্গীতে ইজতেমা চলাকালীন সময়ে সাদপন্থিরা রাতে অতর্কিত হামলা চালিয়ে তিনজন মুসল্লিকে খুন করে। তাই তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। পাশাপাশি সাদ পন্থিদের নিষিদ্ধ করতে হবে। সভায় সাদ পন্থিদের বয়কটের আহ্বানও জানানো হয়।