বিজয় বার্তা ২৪ ডট কম
সন্ত্রাসীদের চিহ্নিত করে নির্মূলের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী।
তিনি বলেন, আমরা আগে বলেছিলাম দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ম ব্যবসায়ীদের নির্মূল করুন। কিন্তু সরকার তা করেনি। এ কারণে জঙ্গিরা গুলশানে ও ঈদের দিন শোলাকিয়ায় হামলা চালায়।
শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত এ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য দরকার একটি জাতীয় ঐক্য। ঐক্য না হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে।
তিনি বলেন, আইএস যেভাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ দখল করে নিয়েছে, ঠিক সেভাবে বাংলাদেশ দখল করে নিতে চায়। আমাদের সম্মিলিতভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম, ফিরোজ আহমেদ, কামরুল হাসান রুবেল, তসলিমা আক্তারসহ প্রমুখ।