বিজয় বার্তা ২৪ ডট কম
সংবিধান, রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনীতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বিএনপির ঢাকা বিভাগের তিনটি স্থানে কর্মশালা আয়োজন করা হয়েছে। বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাজিলের গিয়াসউদ্দিন মডেল কলেজ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ,বিএনপির মিডিয়া সেল প্রধান অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাবেল, কেন্দ্রিয় বিএনপির সহকারী প্রশিক্ষন সম্পাদক রেহানা আকতার রানু,কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কাজী মনিরুজ্জামান, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতারা এই কর্মশালায়ে অংশগ্রহণ করেন।এই কর্মশালায় সমাপনীতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কর্মশালা পরিচালনা করেন কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাবেল।
নারায়ণগঞ্জে ৩১ দফা সংক্রান্ত বিএনপির ঢাকা বিভাগীয় কর্মশালাটি পরিচালনা করেন বিএনপির মিডিয়া সেল প্রধান অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাবেল।