বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসুচী শুরু হয়। পরে বিজয় দিবসের প্রথম প্রহরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিজয় স্তম্ভে পুস্প স্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ প্রশাসনের কর্মকর্তারা।
পরে বিএনপি, জামায়াতে ইসলামী, বাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক, সামাজিক সংগঠনগুলো সহ বীর মুক্তিযোদ্ধারা বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
খেলাঘরের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু কিশোর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে বিজয়ের গান গেয়ে হাজারো মানুষ নিয়ে একটি বর্নাঢ্য জাতীয় পতাকা রেলী বের করা হয়। এছাড়া। বিভিন্ন সংগঠন থেকে হাজারো মানুষ নিয়ে বর্নাঢ্য জাতীয় পতাকা রেলী বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। এই দিনটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে জেলা প্রশাসন।