বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রলোভন দেখিয়ে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। এ ছাড়াও ধর্ষণের গোপন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত আলাউদ্দিন(৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আলাউদ্দিনকে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার মধ্যরাতে তাকে ফতুল্লা থানার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন মুন্সিগঞ্জ টাওয়ার থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত শ্যালিকা বাদী হয়ে বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফুল ইসলাম।
মামলার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আলাউদ্দিন বাদীর খালাতো বোনের স্বামী। সেই সুবাদে তাদের পরিচয়। এক বছর পূর্বে বাদীর খালাতো বোন প্রবাসে চলে যায়। এরপর থেকে গ্রেপ্তারকৃত আলাউদ্দিন তাকে প্রায় সময় ফতুল্লার খান সাহেব স্টেডিয়াম সংলগ্ন মুন্সিগঞ্জ টাওয়ারের ফ্ল্যাটে যেতে বলতো। প্রায় ৮-৯ মাস পূর্বে সে তার খালাতো বোনের বাসায় যায়। বাসায় কেউ না থাকায় তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। সর্বশেষ জুন মাসের ১০ তারিখ রাত সাতটার দিকে আবারও একই বাসায় বাদীর ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং গোপনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সে প্রায় সময় বাদীকে নিয়মিত নিজ বাসায় যেতো বলত। এতে সে অপারগতা প্রকাশ করলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফুল ইসলাম জানান, বাদীর অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে। এ সময় তার সাথে থাকা চারটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত আলাউদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।