বিজয় বার্তা ২৪ ডট কম
অবশেষে পুলিশকে মেরে পালিয়েছে বন্দর থানা তালিকাভুক্ত সন্ত্রাসী আমজাদ ওরফে বল্টু আমজাদ। শুক্রবার বেলা ২টায় থানার দেউলি চৌরাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়,দেউলি চৌরাপাড়া এলাকার কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী আমজাদ ওরফে বল্টু আমজাদ একাধিক মামলার ওয়ারেন্ট থাকা স্বত্ত্বেও দীর্ঘ দিন ধরে বীরদর্পে এলাকায় ঘুরে বেড়চ্ছে। এমনকি প্রতিনিয়তই ে এাকার নিরীহ লোকজনের উপর অত্যাচারের স্টীমরোলার চালায় বল্টু আমজাদ ও তার কু-পুত্র হৃদয় ও আপনসহ তার একটি সন্ত্রাসী বাহিনী। সম্প্রতি এ সংক্রান্তে বিভিন্ন পত্রিকায় গঠনমূলক সংবাদ প্রকাশের পর বন্দর থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান জনৈক কনষ্টেবল হাবিবকে নিয়ে বেলা ২টায় সাদা পোশাকে হানা দেয়। আমজাদ স্থানীয় মসজিদের সামনে পুলিশকে দেখে দ্রুত পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে হাতে নাতে আটক করে। এ সময় আমজাদ দারোগা মোখলেছুর রহমান ও কনষ্টেবল হাবিবকে মারপিট করে পালাতে সক্ষম হয়। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।