বিজয় বার্তা ২৪ ডট কম
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজ-কর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দুই নেতার দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজ-কর্ম করে দলের ভাবমূর্তী বিনষ্ট করার কারণে সিদ্ধিরগঞ্জ থানার ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য অকিলউদ্দিন ভূঁইয়া ও সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ দেলোয়ার হোসেন খোকনকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো। এই বহিস্কার আদেশ জারি হওয়ার সাথে সাথে কার্যকর হবে। বহিস্কারের এ বিজ্ঞপ্তি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে গনমাধ্যমকর্মীদের কাছে প্রেরণ করা হয়।
এ ব্যপারে অকিল উদ্দিন ভূইয়া নিজেকে নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উল্লেখ করে বলেন, বিএনপিতে বহিস্কর করতে হলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী বহিস্কার করার নিয়ম। আমি জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের ডাকে সাড়া দিয়ে তাকে তোষামদি না করায় যে বহিস্কার বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তা আমাদের গঠনতন্ত্রের ধারা-৫ এর (গ) মতে অবৈধ। আমি এখনও বিএনপির বৈধ সদস্য। অপরদিকে দেলোয়ার হোসেন খোকন জানায়, আমি গিয়াসউদ্দিনের লাঠিয়াল বাহিনীর সদস্য না হওয়ায় আমাকে কয়েকদিন পূর্বে এক মিথ্যা মামলায় সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে দিয়ে গ্রেফতার করিয়েছেন তিনি। গিয়াসউদ্দিনের ইশারায় থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত যে বহিস্কারাদেশ দেয়া হয়েছে তা আমাদের দলের গঠনতন্ত্রমতে বৈধ হয়নি।