বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ-ঢাকা সড়কে যাত্রীবাহী বাসের ভাড়া ৫৫টাকা থেকে কমিয়ে ৪৫টাকা করার দাবী জানিয়ে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম নারায়নগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেছে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে যাত্রী অধিকার সংরক্ষন ফোরামের আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি জানান,ঢাকা-নারায়নগঞ্জ সড়ক পরিবহন ব্যবস্থা একটি মাফিয়া চক্রের কাছে জিম্মি। তিনি জানান,সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী ১৭কিলোমিটারের এ রুটে ৪৫টাকা ভাড়া হতে হবে। কিন্তু বাস মালিকরা এ রুটে দীর্ঘ দিন যাবৎ যাত্রীদের কাছ থেকে ৫৫টাকা আদায় করছে।এ রুটে প্রতিদিন ৬০হাজার মানুষ যাতায়াত করে।তিনি বলেন , সরকার পর্যায় ক্রমে ডিজেলের দাম কমানো পরও বিআরটিএ এবং প্রশাসন এই রুটে ভাড়া সমন্বয় করছে না। তিনি সাংবাদিক সম্মেলনে ১৫ নভেম্বরের মধ্যে যৌক্তিক দাবী গুলো মানা না হলে আন্দোলনের কর্মসুচি ঘোষনা করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিউনিষ্ট পার্টির জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম জেলা ন্যাপের সাধারন সম্পাদক এডবোকেট আওলাদ হোসেন,বাসদ নারায়নগঞ্জ জেলা কমিটির মহাসচিব আবু নাইম খান বিল্পব,ওয়াকার্স পার্টির নারায়নগঞ্জ জেলা কমিটির সাদারন সম্পাদক হিমাংশু সাহা ,নাগরিক কমিটির সভাপতি এডবোকেট এ বি সিদ্দিক।
সট: রফিউর রাব্বি-যাত্রী অধিকার সংরক্ষন ফোরামের আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।