বিজয় বার্তা ২৪ ডট কম
লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ও হোসেন শিকদার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরন, গাছের চারা বিতরন অনুষ্ঠিত হয়েছে। এসময় ৭’শ মানুষকে বিনামূল্য স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
শুক্রবার ২৫ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত কাশীপুর হাটখোলা বড় শিকদার বাড়ি এলাকায় এ কর্মসূচী পালন করা হয়েছে । কর্মসূচীর মধ্যে ছিল ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরীক্ষা করা, চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্নয়, শিক্ষা উপকরন ও গাছের চারা বিতরন।
এ সময় উপস্থিথ ছিলেন, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর পরিচালক লায়ন এমরান ফারুক মঈন রানা, লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল চেয়ারম্যান লায়ন হায়দার আলী বাবলু ,রিজওন চেয়ারপার্সন হেডকোয়াটার( কর্ডিনেটর নারায়নগঞ্জ) লায়ন সায়েদুল ইসলাম শাকিল, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট লায়ন আশরাফুল আলম সিরাজী রাসেল, সেক্রেটারী লায়ন মোঃ আলাল উদ্দিন এম জে এফ, ট্রেজারার শামসুর রহমান কাজল, হোসেন শিকদার ফাউন্ডেশন এর ইকবাল হোসেন মিঠু ও ইকরাম হাসান বাবু, লায়ন এ্যাডভোকেট বিল্লাল হোসেন, লায়ন রাকিব উল হাসান, লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রাল এর প্রেসিডপন্ট মোঃ রিফাদ সহ ক্লাবের লায়ন ও লিও অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।