বিজয় বার্তা ২৪ ডট কম
জনপ্রশাসনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ বছর প্রথমবারের মতো ‘জনপ্রশাসন পদক ২০১৬’ দিতে যাচ্ছে সরকার। আর এতে সাধারণ ক্ষেত্রে দলগত শ্রেণিতে জনপ্রশাসন পদক পাচ্ছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা সহ আরো তিন কর্মকর্তা।
এ উপলক্ষে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জাতীয় ও জেলা পর্যায়ে পদক প্রাপ্তদের নাম ঘোষণা করেন। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক বিতরণ করবেন।
এছাড়া সাধারণ ক্ষেত্রে দলগত শ্রেণিতে আরো পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বেগম শাহীন আরা বেগম, সহকারী কমিশনার বেগম জয়া মারীয়া পেরেরা ও বেগম ফারহানা আফসানা চৌধুরী; কারিগরি ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম।
দলগত অবদানের ক্ষেত্রে স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা প্রদান করা হবে।
জেলা পর্যায়ে ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে ৫০ হাজার টাকা ও সম্মাননাপত্র এবং দলগত অবদানের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা ও সম্মাননাপত্র প্রদান করা হবে।