বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার রাতে বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি ও মারামারি মামলার আসামীসহ ৮জনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে কদমরসুল এলাকার শহীদুল্লাহ মিয়ার ছেলে রনী(২৫),বন্দর লেজারার্স আবাসিক এলাকার ইয়াদ আলী মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত বিমল চন্দ্র দাসের ছেলে দিপু চন্দ্র দাস(৩৫),সিরাজউদ্দৌলা এলাকার মোমিন মিয়ার ছেলে সেহেল(৩২), নবীগঞ্জ রওশনবাগ এলাকার শরীফ মিয়ার ছেলে ইমরান(২৮),রামনগর এলাকার সুজ্জু আলীর ছেলে কুদ্দুস(২৭),ঘারমোড়া এলাকার আবুল বাশার আশরাফ আলী(৩৫)লক্ষণখোলা এলাকার চান মিয়ার ছেলে রাশেদ(৩০) ও মদনপুর এলাকার শফিউদ্দিন মিয়ার ছেলে সুমন(২২)। ধৃতদের মধ্যে রনি ও দিপু হোসিয়ারীর গেঞ্জি চুরির,সোহেল ও ইমরান হোন্ডা চুরির মামলার এবং কুদ্দুস,সুমন,ই,রান ও রাশেদ মারামারি মামলার আসামী। ধৃতদের বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।