বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের সেই প্রধাণ শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ৯দিন ছুটির পর কর্মস্থলে যোগদান করলেও বিদ্যালয়ে মাত্র ১ঘন্টা অবস্থান করে বাড়ি ফিরে এলেন তিনি। তবে কোন জিপ কিংবা পিকাপে নয় পুলিশের হোন্ডার পিছনে করে তাকে বন্দর থেকে আনা-নেয়া করা হয়। এদিকে ৭দিনের ছুটি নিয়ে ৯দিন পরে কর্মস্থলে যোগদান প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদেকে জানান,৭দিনের ছুটি নেয়া হয়েছে ঠিকই তবে তার চক্ষুতে সমস্যা যে কারণে ডাক্তার দেখাতে হচ্ছে। কার্যদিবসেই তিনি চক্ষু চিকিৎসার কাজ অব্যাহত রেখেছেন। এ সময় তিনি আরো বলেন.আমার বিষয়ে একটু ভাল কিছু লেইখেন। আবার উল্টা-পাল্টা লেইখেননা। শ্যামল কান্তি সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ে প্রবেশ করেন এবং সাড়ে ১০টায় প্রস্থান করেন। বন্দর থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান,সহকারি উপ-পরিদর্শক আবু হানিফ এবং ডিএসবি’র কনষ্টেবল আবুল বাশার ও এসবি’র আমিনুল ইসলাম এ সময় তাকে আসা-যাওয়ায় সহায়তা করেন। প্রকাশ থাকে যে,গত ১৩ মে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দির পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে এলাকাবাসী গণপিটুনি দেয়। পরে জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে উঠবস করানোর ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনার পর পরই শিক্ষামন্ত্রী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সভাপতির দায়িত্ব গ্রহণ এবং শ্যামল কান্তি ভক্তকে ২ মাস পর কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করেন।