বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিম্ন আদালতে বেকসুর খালাস দেয়ার পর উচ্চ আদালতে সাত বছরের কারাদন্ড ও একই সঙ্গে ২০ কোটি টাকা জরিমানার রায়ের প্রতিবাদে নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এর নেতৃত্ব বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পাতিবার (২১ জুলাই) বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বিক্ষোভ সমাবেশে তারেক রহমানের সাজা হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এটিএম কামাল বলেন, অবৈধ সরকার দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত। দেশ ও দেশের মানুষের গণতন্ত্র মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন বলেই বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী ও সরকারের টার্গেটে পরিণত হয়েছেন তিনি।
তিনি আরো বলেন, ভোটারবিহীন সরকার জিয়া পরিবারকে ধ্বংস করতে নীল নকশা করছে। তাই দেশকে ও জিয়া পরিবারকে রক্ষা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাপিয়ে পরতে হবে। আর শত ষড়যন্ত্র করেও এদেশের মানুষের হৃদয় থেকে জিয়া পরিবার তথা তারেক রহমানকে মুছে ফেলা যাবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, মৎসজীবী দলের ঢাকা দক্ষিনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, ১৩ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মানিক সরদার, মোঃ সানি, অপু চান, রনি, ইভান চান, দ্বিন ইসলাম, আলম সরকার প্রমুখ।