বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার চাঁনমারি এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক গাউছুল আযম’র নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৯ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে আটক করা হয়। এ সময় ফতুল্লা থানা পুলিশ,মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,আনসার সদস্য এবং স্থানীয়রা এডিসি’কে সহযোগীতা করেন। বুধবার সকাল থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক গাউছুল আযম জানান,প্রথমে স্থানীয়রাই মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করে। তখন আমিও উপস্থিত ছিলাম। পরে পুলিশ,মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,আনসার সদস্য এবং স্থানীয় বাসীন্দাদেও সহযোগীতায় ৪৯ জন মাদক বিক্রেতা ও সেবীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভ্রম্যমান আদালত বসিয়ে সাজা দেয়া হবে।