বিজয় বার্তা ২৪ ডট কম
১৫ দিন আগে সাভার থেকে নিখোঁজ দ্বীন ইসলাম নামে এক যুবকের মরদেহ নারায়ণগঞ্জের পাইকপাড়া থেকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুলাই) রাতে সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেন
এর আগে বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকার একটি পরিত্যাক্ত জায়গা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দ্বীন ইসলাম (৩২) সাভারের হেমায়েতপুরের
মো.আদম আলীর ছেলে। পুলিশ বলছে, নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন। ১৫ দিন আগে সাভার থেকে নিখোঁজ হয় সে।
এ ব্যাপারে সদর থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, শহরের পাইকপাড়া থেকে দ্বীন ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথা এবং চোখে আঘাতের চিহ্ন রয়েছে এবং হাত বাঁধা অবস্থায় পড়ছিল।
তিনি আরো বলেন, আমরা তার পরিবারকে জানিয়েছি। তারা বলছেন সে মানসিক প্রতিবন্ধী ছিলেন। ১৫ দিন আগে সাভার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। মৃত্যুর কারন উদঘাটনে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারন বলা যাবে।