বিজয় বার্তা ২৪ ডট কম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে র্যালি বের হয়ে বিভিন্ন স্থানে প্রদক্ষিন করে। পরে দুপুরে আলোচনা সভা শেষে বিনামূল্যে গাছের চারা বিতরণ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবস পালন করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহামুদুল হক, জেলা
সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মো. হাফিজুর রহমান, সহকারী পরিচালক শেখ মোজাহিদ
সহ বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধিবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ, এনজিও সংগঠন, সুশীল সমাজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, এই দিবসের এই দিনে মাটির যে ক্ষয় ও দূষন সেটা রোধ করার আমরা অঙ্গিকার ব্যক্ত করবো। শিল্প ঘোষিত নারায়ণগঞ্জে কল কারখানার কারনে নদীর দূষন হচ্ছে সেটি কিভাবে কমানো যায় আমরা সেই লক্ষে কাজ করছি। পরিবেশ রক্ষায় সর্বোপরি এনফোর্সমেন্ট ও সচেতনতা তৈরি করা আমরা এই দুটি বিষয়ে নিয়ে এগিয়ে যাচ্ছি। দীর্ঘ ও স্বল্প মেয়াদী পরিকল্পনার আমরা উদ্যোগ নিয়েছি যাতে করে এই শিল্প কারখানার বর্জ্য থেকে রক্ষা এবং দূষন থেকে মুক্ত করা যায়।