বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভি বলেছেন, আপনারা ধৈর্য ধরুন আমি আপনাদের কাজ করে দেব, এলাকার রাস্তাঘাট, খাবার পানির সমস্যা ও ড্রেনেজ সমস্যার সমাধান করা হবে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৬ নং ওয়ার্ড এর সিদ্ধিরগঞ্জের চর সুমিলপাড়ায় আরসিসি রাস্তা ও ড্রেনেজ কাজের উদ্ভোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চরসুমিলপাড়ায় ২৩০ মিটার রাস্তা ও ৭৫ মিটার আউটফল ড্রেনেজ কাজের উদ্ভোধন শেষে মেয়র চরসুমিলপাড়ায় প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সার্বিক খোঁজ খবর নেন। হাজার হাজার এলাকাবাসী মেয়রকে কাছে পেয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়।মেয়র এলাকাবাসীর উদ্দেশ্যে আরও বলেন আপনাদের সুখ দুঃখে আমি আছি থাকবো।