বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গতকাল শনিবার রাতে এ কমিটি গঠন হয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর জানিয়েছেন, শনিবার রাতে রাজারবাগে বাংলাদেশ পুলিশ মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।