বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর আব্দুল করিম বাবু ও ফারহানা করিমের শুভ বিবাহ বার্ষিকী উদযাপিত করা হয়েছে।
বুধবার ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসে বিবাহ বন্ধনে ৩০ বছরে পদার্পন করেন এই দম্পতি। যাদের সংসার জীবনে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
বিবাহ বার্ষিকী উপলক্ষে ওয়ার্ডবাসী ও তার শুভাকাংখীরা তাদের প্রতি শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন। তারা জানান, মহান আল্লাহ পাক আবদুল করিম বাবু ভাই ও মিসেস করিম ভাবী কে দির্ঘ্য হায়াত দান করুক। তাদের দুইজনের ভালো বাসার বন্ধনে আবদ্ধ থাকুক অনন্তকাল। আবদুল করিম বাবু ভাই ও মিসেস করিম ভাবী র জন্য দোয়া ও ভালোবাসা রইল। তাদের পরিবার কে আল্লাহ পাক ভালো রাখুক সবসময়।
অনুভূতি ব্যাক্ত করে আব্দুল করিম বাবু ও ফারহানা করিম জানান, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই ভালবাসার বন্ধনে ৩০ টি বছরের মত বাকিটা জীবন পাড় করতে পাড়ি। সেই সাথে আমার সন্তানদের জন্য দোয়া করবেন। ওয়ার্ডবাসীর ভালবাসায় ও দোয়ায় আমি এত দূর আসতে পেরেছি আমি যেন বাকি জীবন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করে যেতে পারি।