বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি ট্রাকসহ অন্তত ১০-১৫টি যানবাহন ভাঙচুর করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফতুল্লার পঞ্চবটি মুক্তারপুর সড়কের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা যুবদলের অর্ধশত কর্মী সড়কের এনআর গার্মেন্টস থেকে বিসিক এলাকা পর্যন্ত মিছিল ও ভাঙচুর চালায়। সড়কে তাদের সামনে আসা অন্তত ১০-১৫টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। এ সময় একটি কাভার্ডভ্যানের চাকায় আগুন দেয় তারা। এছাড়া জ্বালানি তেলবাহী একটি ট্রাক ও সড়ক সংস্কার কাজে রাখা এস্কেভেটরে আগুন দেওয়ার চেষ্টা করে।
প্রায় ১০ মিনিট ধরে সড়কে তাণ্ডব চালানো হয়। পরে সড়কের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ফতুল্লা থানা-পুলিশের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আটক করে থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদকে।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম মিয়া বলেন, রাতে ভোলাইল এলাকায় কয়েকটি ট্রাক-গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপির কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।