বিজয় বার্তা ২৪ ডট কম
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক: আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, নারায়ণগঞ্জ-১ আসন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, বর্তমান সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ দুপুর একটায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্ণিং অফিসার ফয়সাল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, রূপগঞ্জে যে উন্নয়ন হয়েছে তাতে ভোটাররা আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদি। এছাড়া নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দলীয় কোন ধরণের প্রভাব পড়বে না বলেও তিনি আশা প্রকাশ করেন।