বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র উপমন্ত্রী ডাঃ সেলিনা হায়াত আইভী বলেছেন, আমি কিছু পাওয়ার জন্য রাজনীতি করিনা। জনগনের সেবা করার জন্য কাজ করি। বঙ্গবন্ধু শেখ মজিবুরের সোনার বাংলা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য উন্নয়নের জন্য কাজ করি। একটি মহল উন্নয়ন কাজকে বাধা দিতে সিটিবাসীকে কর দিতে নিষেধ করছে। এরপরও আমার এ চেষ্টা অব্যাহত থাকবে। তিনি মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকায় ৩ কোটি ১৪ লাখ টাকা ব্যায়ে ৬ টি রাস্তা ও ড্রেন নির্মানকাজের উদ্বোধনের সময় এলাকাবাসীর সাথে মতবিনিময়ে উপরোক্ত কথাগুলো বলেন।
সম্প্রতি উপমন্ত্রীর মর্যাদা পাওয়া এ মেয়র আবারও এলাকাবাসীকে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় সাধ্যমত উন্নয়ন কাজ করার চেষ্টা করেছি। বাকী কাজগুলোও করবো।
সিদ্ধিরগঞ্জে নাসিকের ১২ কোটি টাকার কর বকেয়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা করগুলো দিয়ে দিন। এ কর দিয়েতো সব উন্নয়ন করা সম্ভব নয়। আপনাদের কর দিয়ে শুধু নাসিকের কর্মচারী-কর্মকর্তাদের বেতনসহ আনুষাঙ্গীক খরচ নির্বাহ করা হয়। তিনি বকেয়া কর উত্তোলনে জুম্মার নামাজের সময় এলাকাবাসীকে উদ্বুদ্ধ করতে মসজিদের ইমাম সাহেবদের আহ্বান জানান। এসময় নাসিক মেয়রের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকছুদা মোজাফফর, প্রকৌশলী সুমন দেবনাথ, ঠিকাদার হযরত আলী, আবু সুফিয়ান, যুবলীগ নেতা মকবুল আহমেদ, আমির হোসেন, জাহাঙ্গীর প্রমুখ।