বিজয় বার্তা ২৪ ডট কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে অয়ন ওসমানের নির্দেশনায় মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। বুধবার রাতে শহরের চাষাঢ়া থেকে আনন্দ মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিলটি প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল থেকে নৌকা ও শেখ হাসিনার শ্লোগানে মুখরিত হয় নারায়ণগঞ্জের রাজপথ। পাশাপাশি বিএনপি- জামায়াতের প্রতিও হুশিয়ারি উচ্চারণ করা হয়। বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে আনন্দ মিছিলে যোগ দেন।