বিজয় বার্তা ২৪ ডট কম
অবশেষে দীর্ঘ বিরতির পরে পাশাপাশি বসলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে। দেশের রাজনীতির বহুল আলোচিত এই দুই মুখকে একত্রিত করার উপলক্ষ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাসিকের দশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান৷ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া ওই প্রকল্পগুলোর উদ্বোধন উপলক্ষে নাসিক ভবনে বসেছিলো জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ অন্যান্য পেশাজীবিদের মিলনমেলা। যদিও সব ছাপিয়ে সবার দৃষ্টি ছিল শামীম- আইভীর দিকে৷ তাদের মধ্যে আলাপন হতে যাচ্ছে কি না, এ নিয়ে গত কয়েকদিন ধরেই জেলাজুড়ে ঝড় উঠেছিলো চায়ের কাপে। শেষমেশ অবশ্য দুজনে পাশাপাশি বসেও কথা বলেননি পরস্পরের সাথে৷
জানা যায়, উদ্বোধনের ভেন্যু নাসিক অডিটোরিয়ামে শামীম ওসমান আসার আগেই নির্ধারিত আসনে বসা ছিলেন মেয়র আইভী৷ অডিটোরিয়ামে শামীম ওসমান প্রবেশ করলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান আইভী৷ শামীম ওসমান নির্ধারিত আসনে বসার পরে আইভীও নিজের চেয়ারে বসেন। যদিও এসময় দুজনকে কোনোপ্রকার কুশল বিনিময় করতে দেখা যায়নি৷ পরবর্তীতে শামীম ওসমানের বড় ভাই, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান শামীম-আইভীর মাঝে থাকা ফাঁকা চেয়ারটিতে বসেন৷ ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর বক্তব্যের পুরোটা সময়েই মনোযোগ দিয়ে বক্তব্য শোনেন তারা। অনুষ্ঠান চলাকালীন পরস্পরের সাথে কথা বলেছেন সেলিম ওসমান ও আইভী। কিন্তু শামীম-আইভীকে কথা বলতে দেখা যায়নি।
একই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এড. আনিসুর রহমান দিপুসহ নেতৃবৃন্দ।