বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
বলিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বিশাল ও শেখর ঢাকায় আসছেন। আগামী ১১ মার্চ ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তারা গাইবেন।
তাদেরকে আনছেন আয়োজক প্রতিষ্ঠান ৩৬০ ডিগ্রি। জানা যায়, এরই মধ্যে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে শিল্পীদের চুক্তি স্বাক্ষরও হয়ে গেছে।
এই উপলক্ষে তারা একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেখানে বিশাল ও শেখর বলেন, ‘আমরা আসছি। আমাদের শহর ঢাকায়। গান শোনাতে।’
বিশাল ও শেখরের আগমন উপলক্ষে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকায় বিশাল ও শেখরের অনেক ভক্ত-শ্রোতা রয়েছেন। তাদের কথা ভেবেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।