বিজয় বার্তা ২৪ ডট কম
অয়ন ওসমানের নেতৃত্বে ১৫ হাজার তরুন ও যুব সমাজের নেতৃবৃন্দ নিয়ে এমপি শামীম ওসমানের ডাকা জন সমাবেশে যোগদান করেছেন। প্রচন্ড তাপ দাহ উপেক্ষা করে অয়ন ওসমানের “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” শ্লোগানের তালে তালে নেতৃবৃন্দ সমাবেশস্থলে যোগদান করেন তারা। এর আগে শহরের ঈদ গাহ মাঠে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে নেতৃবৃন্দ। পরে অয়ন ওসমানের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ২ নং রেলগেইট এলাকায় জনসমাবেশে যোগদান করেন তারা।
বীর বাঙ্গালী ঐক্য গড় বাংলাদেশ রক্ষা করো’ স্লোগানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ডাকা জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অয়ন ওসমান তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তির হাজার হাজার তরুন ও যুব সমাজ এই জন সমাবেশে ঐকবদ্ধভাবে অংশগ্রহন করেছেন। এই ঐক্যবদ্ধতা যাতে আপনাদের মাঝে সব সময় থাকে। সামনের সকল অপশক্তির বিরুদ্ধে এভাবে ঐকবদ্ধভাবে মোকাবেলা করার প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কারন এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়ন করতে দেশরত্ন শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই।