বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
জিয়া খান প্রেম করতেন সুরাজ পাঞ্চোলির সঙ্গে। এ অভিনেত্রী জীবদ্দশায় তার প্রেমিক সুরাজকে সন্দেহ করেছিলেন- তার অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। সমপ্রতি রেস্তোরাঁয় একটি মেয়ের সঙ্গে দেখা গেছে সুরাজকে। তারপরই জনমনে একই প্রশ্ন- অকাল প্রয়াত বলিউড অভিনেত্রী জিয়া খানের সন্দেহ কি ঠিক ছিল।
অভিনেত্রী জিয়া খান অভিযোগ করেছিলেন, সুরজ তার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এই খবর নাকচ করে দিলেও জিয়া তার কথা থেকে সরেননি।
কয়েকদিন আগে একটি মেয়ের সঙ্গে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বেরোনোর পথে ক্যামেরাবন্দি হন এ জুটি। পাপারাজ্জিদের ক্যামেরা দেখে মেয়েটি গাড়ির মধ্যে মুখ লুকিয়ে ফেলেন। তারপরই প্রশ্ন উঠেছে যদি কিছু নাই থাকবে, তবে মেয়েটি কেন মুখ লুকোলেন? গাড়িতে সুরাজের অন্য বন্ধুরাও ছিলেন কিন্তু তারা মুখ লুকাননি?
২০১২ সালে ফেসবুকে পরিচয় হয়েছিল সুরাজ পাঞ্চোলি ও জিয়ার। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০১৩ সালের ৩ জুন আত্মহত্যার আগে সুরাজের বাড়ি থেকেই নিজের বাড়িতে ফিরে যান জিয়া।
বাড়ি ফিরে যাওয়ার পর সুরাজ ও জিয়া দুজনেরই পরিচিত এক মেয়ে বন্ধুকে নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর অতিরিক্ত মেসেজে বিরক্ত হয়ে সুরাজ রাগ করে বিবিএম (ব্ল্যাক বেরি ম্যাসেঞ্জার) বন্ধ করে দেন।
এরপর মধ্যরাতে জিয়া সুরাজকে ফোন করেন এবং সে সময়ও তাদের মধ্যে অনেক তর্ক হয়।জিয়ার মা রাবেয়া বাড়িতে ফিরে এসে জিয়াকে তার শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান।