বিজয় বার্তা ২৪ ডট কম
জনপ্রশাসনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সরকার এ বছর প্রথমবারের মতো ‘জনপ্রশাসন পদক ২০১৬’ প্রদান করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জুলাই সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক বিতরণ করবেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, জনপ্রশাসনে কর্মরতদের সৃজনশীল কাজে উৎসাহিত করার মাধ্যমে কর্মস্পৃহা বৃদ্ধি ও প্রশাসনিক দক্ষতা অধিকতর গতিশীল করে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করার উদ্দেশ্যে এ পদক প্রবর্তন করা হয়েছে।
এ পদক প্রদান সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরো উৎসাহিত করবে এবং তাদের মেধা ও যোগ্যতায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যাচ্ছে।