বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে সিলেট জেলার থেকে জোড়পূর্বক ধর্ষণ ও ভিডিও ধারন মামলার এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে সিলেট জেলার মোগলাবাজার থানাধীন দক্ষিণ কুশিঘাট বাজার এলাকা থেকে আল আমিনকে (৩৩) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী আল আমিন (৩৩) পিরোজপুর জেলার আব্দুল সালামের ছেলে।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এজাহারনামীয় আসামি। এ মামলার সূত্রে জানা যায় যে, বিবাদী আল আমিন (৩৩) অত্র মামলার বাদীর প্রতিবেশী। তাদের প্রায় এক বছর পূর্বে পরিচয় হয়। সেই সুবাদে বিবাদী প্রায় সময় বাদীর বাড়ীতে আশা যাওয়া করত। গত ১৮ জুলাই দুপুর দেড়টায় বিবাদী আল আমিন (৩৩) বাদীর বাড়িতে আসিয়া তার মেয়ে ভিকটিম ইসরাত জাহান ইরা (১৬) কে একা পেয়ে ফুসলিয়ে বিবাদীর সাথে তার বর্তমান ঠিকানার বাসায় নিয়ে যায়। ভিকটিম বিবাদীর রুমে প্রবেশ করা মাত্র বিবাদী তার রুমের দরজা বন্ধ করে দিয়ে ভিকটিমের মুখ চাপ দিয়ে ধরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে এবং ভিডিও ধারন করে রাখে। ভিকটিম লোক লজ্জার ভয়ে বিষয়টি কাউকে কিছু বলে নাই। পূনরায় গত ২১ জুলাই দুপুর দেড়টায় বিবাদী ভিকটিমকে তার আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয়-ভীতি প্রদর্শন করে আবারও ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে ও ভিডিও ধারন করে রাখে। এরই প্রেক্ষিতে ভিকটিমের বাবা ইমন সরকার (৩৯) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা করেন। মামলা দায়ের করার পর হতে এজাহারনামীয় আসামী আল আমিন (৩৩) আত্মগোপনে চলে যায়।
এই মামলা দায়ের পর থেকে এজাহারনামীয় আসামী আল আমিন (৩৩)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১ এর একটি টীম ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার পলাতক আসামী আল-আমিন (৩৩)কে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।