বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় কুখ্যাত খুনি ও চাষাড়ার রুবেল হত্যা মামলার পলাতক আসামী আকাশকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত ইয়াকুব আলী @ শুভ আহম্মেদ আকাশ @ রগ কাটা আকাশ(৩৮) ফতুল্লার ইসদাইরের মৃত আবুল কাশেমের ছেলে।
আজ রাতে র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
শনিবার রাতে থানাধীন সস্তাপুর এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ইয়াকুব আলী @ শুভ আহম্মেদ আকাশ @ রগ কাটা আকাশ ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিকটিম রুবেলকে হত্যা করে।হত্যার পর আসামীরা আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেফতার এড়াতে নিজেরা আত্মগোপন চলে যায় এবং পলাতক থাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান,পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীরবিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুখ্যাত খুনি ইয়াকুব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী ইয়াকুব আলী @ শুভ আহম্মেদ আকাশ @ রগ কাটা আকাশ(৩৮)এর পিসিপিআর যাচাই করে দেখা যায় যে, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন এবং তারবিরুদ্ধে একই থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী ইয়াকুব আলী @ শুভ আহম্মেদ আকাশ @ রগ কাটা আকাশ(৩৮)’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।