বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মুমিনুল হক বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধানকে প্রধান আসামি করে ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৪০০ জনকে।
জানা যায়, সরকারি কাজে বাধা প্রদান, অন্যায়ভাবে বল প্রয়োগ, পুলিশকে আঘাত করে হত্যার উদ্দেশে সাধারণ ও গুরুতর জখম, বিস্ফোরণ ঘটানো ও হুকুম প্রদানের অভিযোগ আনা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।