বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লা ও সদর থানা থেকে পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক আসামী“শাকিল এবং সোহানকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২৫ জুলাই রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাঠানতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার পলাতক আসামী শাকিল(২১) ’কে গ্রেফতার করে। ঘটনা সূত্রেও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী শাকিল(২১) ভিকটিম লামিয়াকে অপহরণ করে ০৩ দিন নিজ হেফাজতে রেখে ধর্ষণ করেন। পরবর্তীতে আসামী পুলিশ কর্তৃক আটক ও ভিকটিম উদ্ধার হলে ভিকটিমের মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী আদালত কর্তৃক জামিনে বের হয়ে পরবর্তীতে আদালতে নিয়মিত হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। অতঃপর আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় বর্ণিত আসামী শাকিল (২১), পিতা-মোঃ ইদ্রিস আলী, মাতা-সেলিনা বেগম, সাং-তল্লা পানির পাম্প মসজিদ সংলগ্ন বেলতলা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী শাকিল (২১) এর পিসিপিআর যাচাই করে দেখা যায় যে, তার বিরুদ্ধে একই থানায় গণধর্ষণ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
অপর একটি পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন খানপুর এলাকা হতে হত্যা মামলারপলাতক আসামী মোঃ সোহান(২৮)’কে গ্রেফতার করা হয়।ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ সোহান ও তার সহযোগীরা মিলে পরিকল্পিত ভাবে নিহত ভিকটিম সালাউদ্দিন কালু(২৮)’কে হত্যা করে লাশ গোপন করে ফেলেন। হত্যার পর আসামীরা গ্রেফতার এড়াতে নিজেরা আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যুহলে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় বর্ণিত আসামী মোঃ সোহান (২৮), পিতা-সাইজ উদ্দিন, মাতা- হাসনারা, সাং-নতুন-২৭, পুরাতন-২০, ব্রাঞ্চ রোড, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ’কেগ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ সোহান (২৮) এর পিসিপিআর যাচাই করে দেখা যায় যে, তার বিরুদ্ধে একই থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের মধ্যে শাকিল (২১)’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় এবং মোঃ সোহান (২৮)’কে সদর মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।