বিজয় বার্তা ২৪ ডট কম
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায় প্রতিযোগীতা, আলোচনা সভা ও প্রতিযোগী বিজয়ীদের সনদ প্রদান করা হয়েছে।
এসময় নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মহানগর শাখার সভাপতি মোঃ মাকসুদ হোসেন রকির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোতাশিম বিল্লাহ মোরশেদ, নারায়ণগঞ্জ জেলা
ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান সজীব, সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়নগঞ্জ মহানগরের সভাপতি ফাহিম ভূইয়া এমিলি, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক- ফরহাদ রেজা সহ অন্যানরা।
প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে প্রথম ও দিত্বীয় স্থান অধিকারীগন কেন্দ্রীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধানে ছিলেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ক্রীড়া সম্পাদক সোহেল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হামীম, সদস্য রিজভী, ওসমান হারুন ও নিলয় প্রমুখ।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ সাফায়েত আলম সানি উপস্থিত সকল অভিভাবকদের উদ্দেশ্যে নিজ সন্তানদের প্রকৃত মানুষ করে গড়ে তোলার বিষয়ে অভিভাবকদের মনোযোগী হওয়ার তাগিদ দেন।