বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার রূপসী নিউ মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আলীম বেপারী।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আহবায়ক মাহাবুবুর রহমান মেহের এর সভাপতিত্বে ও সদস্য সচিব নাঈম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জাতীয় পরিষদের সদস্য ফাতেমা ইসলাম রাহা কাজী, সুমন দেওয়ান, কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন, ঢাকা মহানগড় উত্তর স্বেচ্ছাসেবকলীগের যুগ্নসাধারন সম্পাদক আমজাত হোসেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, মানজেরে আলম টুটুল, আবুল হোসেন খাঁন, যুগ্নসাধারন সম্পাদক আব্দুল আজিজ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মারফত আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেনসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। আর সেই স্বপ্ন বুকে নিয়ে দেশে উন্নয়ন করে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং দেশকে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদেরকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।