বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ জুলাই) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর রায়েরটেক এলাকায় তল্লাশী চালিয়ে ইয়াবাসহ মো. আক্তারুজ্জামান দিলশানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দিলশান নীলফামারী জেলার সদর থানার ইটখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামের মো. আলীর ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ীরা আসছেন এমন সংবাদের ভিত্তিতে কাঁচপুর এলাকায় তল্লাশী চৌকি স্থাপন করা হয়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে দিলশানকে ৮০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে সোনারগাঁ থানা পুলিশ।
এই বিষয়ে সোনারগা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, ৮০ হাজার ইয়াবাসহ দিলশানকে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে থাকা অন্য সদস্যরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।