বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আট বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার হয়েছেন৷ শুক্রবার (১৪ জুলাই) রাত ১:১৫ মিনিটে মাসদাইর কবরস্থান সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওসমান গণি (৩৮) ও আলআমিন (৩১)-কে গ্রেফতার করা হয়।
এজহার সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর (এসআই) মো. শিবলী কায়েছ মীর গোপন সূত্রে মাসদাইর কবরস্থান সংলগ্ন রাস্তায় মাদক ক্রয়- বিক্রয়ের সংবাদ পান৷ তৎক্ষনাৎ তিনি সঙ্গীয় ফের্স সহকারে উল্লেখিত স্থানে পৌঁছান৷ তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদেরকে ধাওয়া করে ও গ্রেফতার করতে সক্ষম হয়। এলাকাবাসীর উপস্থিতে তাদেরকে তল্লাশি করে মোট আট বোতল ফেনসিডিল জব্দ করা হয়৷
গ্রেফতার ওসমান গণি পশ্চিম মাসদাইরের মো. শুক্কুর মিয়ার ছেলে ও গ্রেফতার আলআমিন মাসদাইর গোরস্থান এলাকার মৃত সৈয়দ আহাম্মেদের ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।