বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় জেলা গোয়েন্দা পুলিশ ১৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৪ জুলাই) পশ্চিম তল্লা মডেল গার্মেন্টের পাশে এক রিকশার গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়৷ এসময় জুয়ার বোর্ড থেকে ১০৪টি তাস ও নগদ দশ হাজার দুইশো পঞ্চাশ টাকাও উদ্ধার করা হয়।
ডিবির এসআই শিবলী কায়েস মীর জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম ও অফিসার ইনচার্জ (ডিবি) স্যারের নির্দেশনায় আমাদের টিমের ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে ওই স্থানে সঙ্গীয় ফোর্স নিয়ে হানা দেন। রাত বারোটা দশ নাগাদ উক্ত স্থানে পৌঁছামাত্র জুয়াড়িরা পালাতে চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে রিপন@নিপা (৪২), মো. সুমন (৩০), মো. ইসমাইল (৩৫), মো. ইব্রাহিম (৩৮), মো. মামুন (৩২), আমজাদ আলি শেখ (৩৪), দেলোয়ার (৩৫),:মো. মোতালিব (৩৫), আনোয়ার হোসেন (৪২), সাইফুল (৪০), মো. পারভেজ (৩৫), আক্কাস আলী (৪০), মো. ফারুক (৫০), শফি আলম ৫০)- কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও জুয়ায় ব্যবহৃত নগদ টাকাও উদ্ধার করা হয়৷
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় তিনি৷