বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে মো. মাহমুদুল হককে নিয়োগ দিয়েছে সরকার। এদিকে বর্তমান ডিসি মঞ্জুরুল হাফিজকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মাহমুদুল হক।
মঞ্জুরুল হাফিজ চাপাইনবাবগঞ্জ থেকে বদলী হয়ে ২০২১ সালের ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।