বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে শাহজাহান(৪৮) ও আনোয়ার(৩৯) নামে দু’ চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধায় বন্দর ১নং খেয়াঘাটস্থ কাঁচাবাজার এলাকা থেকে চাঁদাবাজীর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে শাহজাহান বন্দর মিয়াবাড়ী এলাকার মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে এবং আনোয়ার মদনগঞ্জ এলাকার দুলু মিয়ার ছেলে। এরা কদমরসুল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহিরের নাম ভাঙ্গিয়ে এবং নিজেদেরকে আওয়ামীলীগ কর্মী পরিচয়ে বন্দর ১নং খেয়াঘাট এলাকার বিভিন্ন কাচামাল ব্যবসায়ী ওএবং সিএনজি ও অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা উত্তোলণ করে আসছিল। এ ব্যাপারে কাজী জহিরের সঙ্গে যোগাযোগ করা হলে সে জানায়,ধৃতরা সিএনজি মালিক সমিতি ও শ্রমিক কমিটির কালেক্টরেট। তারা দলীয় কোন কর্মী নন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।