বিজয় বার্তা ২৪ ডট কম
১২০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। রবিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এই সম্বর্ধনার আয়োজন করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোহাম্মদ আলী, ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট৷ নুরুল হুদা,
প্যানেল চেয়ারম্যান মুজিবর প্রমুখ।
চন্দন শীল মুক্তিযোদ্ধাদের সাহস ও ত্যাগের কথা স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ডাকে সাড়া দিয়ে আপনারা যুদ্ধ করেছিলেন বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। নিজেকে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিতে গর্ব অনুভব করি এমনটি জানিয়ে তিনি বলেন, জেলা পরিষদ আপনাদের পাশে বরাবরই থাকবে। যে কোন সমস্যা নিয়ে জেলা পরিষদে আসলে তা বাস্তবায়নের আশ্বাস দিয়ে চন্দন শীল বলেন, মনে রাখবেন ৭১ সালে যেই স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করেছিলেন সেই চক্র যেন ক্ষমতায় আসতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এব্যাপারে এখন থেকেই কাজ করতে মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ করেন চন্দন শীল।