বিজয় বার্তা ২৪ ডট কম
৫০ হাজার টাকা উৎকোচের বিনিময়ে হত্যা মামলার আসামীকে ৩৪ ধারায় চালান করেছে সহকারি দারোগা হাসান। গত রোববার দুপুরে বন্দর থানায় এ ঘটনার বর্হিঃপ্রকাশ ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে আদালত থেকে শ্যোন এ্যারেষ্ট দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি সর্বত্রই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় গোটা পুলিশ প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। ফরাজীকান্দা কবরস্থান রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে তথা দড়ি সোনাকান্দা এলাকার চাঞ্চল্যকর সানোয়ার ওরফে সানোয়ার বুইরা হত্যা মামলার আসামী তানভীর হাসান জনি দীর্ঘ দিন ধরে ওই মামলায় গা ঢাকা দিয়ে আসছিল। রোববার বিকেলে নিজ বাড়ির সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দর থানার সহকারি দারোগা হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। পরে ৫০ হাজার টাকা উৎকোচের বিনিময়ে তাকে ৩৪ ধারায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশের উর্দ্ধতন মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।