বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সজিব (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত মোঃ সজিব (২২) নারায়য়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার মোঃ বিল্লালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম।
তিনি জানান, বৃহষ্পতিবার রাতে থানাধীন হীরাঝিল পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড এবং ২০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের এই আসামী গ্রেপ্তার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।